এনডটিভি লিখেছে, শুক্রবার ভোরে এ ঘটনায় কেউ আহত হননি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি বলেন, "সকালে দুইজন ব্যক্তি তাদের বাড়িতে এসে গুলি চালায়। একজন বাইকে ছিল এবং হেলমেট পরেছিল; অন্যজনের হাতে বন্দুক ছিল এবং সে হেলমেট পরে ছিল না। আমরা ভয়ে গুলির সংখ্যা গোনার সাহস পাইনি। এটি এমন একটি স্বয়ংক্রিয় অস্ত্র ছিল যা ট্রিগার টানলেই একসঙ্গে বহু রাউন্ড ছোড়ে।’’ এ ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে জগদীশ বলেন, "তাদের পুরো পরিবার আতঙ্কিত। তবু তারা তাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে চায়। পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করেছে, বন্দুকধারী কেউ ধরা পড়লে আরও তথ্য জানানো হবে।’’ হঠাৎ কেন এই নায়িকার বাড়ি লক্ষ্য করে গুলি করা হল–সেই প্রশ্ন ভক্ত অনুরাগীদের মনে। এনডটিভি লিখেছে, দিশা পাটানির বোন অবসরপ্রাপ্ত মেজর...