বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ নতুন নয়। রোগে পড়লেই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো অর্থনৈতিকভাবে দিশেহারা হয়ে পড়ে। ইউনিয়ন পর্যায়ে ন্যূনতম স্বাস্থ্যসেবা পেতেও ভোগান্তি। অথচ ধনী-উচ্চবিত্তরা সামান্য জটিল চিকিৎসার জন্য বিমানে উঠে বসেন—গন্তব্য থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা ভারত। প্রতি বছর এই বিদেশমুখী চিকিৎসা খাতে গুনতে হচ্ছে ৩.৫–৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি চাইলেই ইউকের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)–এর মতো একটি সর্বজনীন স্বাস্থ্যসেবা মডেল গড়ে তুলতে পারবে? এনএইচএস স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মডেল ১৯৪৮ সালে যুক্তরাজ্যে চালু হওয়া এনএইচএস আজও বিশ্বের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। এর মূল শক্তি হলো করভিত্তিক অর্থায়ন। নাগরিকদের কাছ থেকে সংগৃহীত আয়কর ও জাতীয় বীমা ( ন্যাশনাল ইনস্যুরেন্স) ফান্ড থেকেই পুরো সিস্টেম চালিত হয়। এনএইচএস-এর দর্শন ছিল সহজ-‘চিকিৎসা হবে সবার জন্য সমান, আর তা হবে নাগরিকের...