শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে উঠেছে। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় এলেও নেট রানরেটের দিক থেকে আফগানিস্তানের পিছনে আছে টাইগাররা। তার ওপর শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের হার পরিস্থিতি করেছে আরও কঠিন। এখন আফগানিস্তানের বিপক্ষে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।তবুও দল হার মেনেছে, আশা হারায়নি। ম্যাচ শেষে জাকের আলী জানালেন, ‘আশা হারানোর কোনো প্রশ্নই ওঠে না।’জাকেরের ভাষায়, ‘আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি। একটা ম্যাচ হারলেই আশা শেষ হয়ে যায় না। মানসিকতা একই থাকবে—আমরা জিততেই খেলব। শ্রীলঙ্কার ম্যাচে সেটা হয়নি, তবে আফগানিস্তানের বিপক্ষে আমরা জয়ের জন্যই নামব।’আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট হাতে ভয়াবহ শুরুর পর (০ রানেই ২ উইকেট নেই) বাংলাদেশ চাপে পড়ে যায়।...