চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হলেই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, “উত্তরপত্র দেখার কাজ বর্তমানে চলছে। সব কার্যক্রম শেষ করে পরবর্তী ধাপে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।” এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার উত্তরপত্র মূল্যায়নের সময় কিছুটা বাড়ানো হয়েছে। আগে শিক্ষকরা যেখানে ১৫ দিনের মধ্যে মূল্যায়ন শেষ করতেন, এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, “সবকিছু পরিকল্পনামতো এগোলে অক্টোবরের মাঝামাঝি—পরীক্ষার প্রায় ৬০ দিনের...