ইউক্রেনে আক্রমণ চালানোর সময় সীমান্ত পেরিয়ে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার একটি ড্রোন। এর পরপরই জরুরি ভিত্তিতে তারা যুদ্ধবিমান উড়িয়েছে রোমানিয়া। শনিবারের (১৩ সেপ্টেম্বর) এই ঘটনা নিশ্চিত করেছে রোমানিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, দুটি এফ–১৬ ও দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধবিমান উড়িয়ে ড্রোনটিকে অনুসরণ করে রোমানিয়ান বাহিনী। রাডারে ড্রোনটিকে সর্বশেষ চিলিয়া ভেচে গ্রামের কাছাকাছি দেখা যায়। রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়োনুত মোস্টেনেউ বলেন, ড্রোনটি ভূপাতিত করার কাছাকাছি চলে গিয়েছিলেন এফ–১৬ পাইলটরা। তবে সেটি আবার ইউক্রেন সীমান্তে ফিরে যায়। সীমান্ত এলাকায় সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে দেখার জন্য হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রুশ ড্রোনটি রোমানিয়ার প্রায় ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে ৫০ মিনিট ধরে ন্যাটো আকাশসীমায় উড়েছে। তিনি দাবি করেছেন , এটি রাশিয়ার যুদ্ধ সম্প্রসারণেরই অংশ। জেলেনস্কি বলেন, রাশিয়ার...