ক্রিকেট মানেই রোমাঞ্চ, আর ভারত–পাকিস্তান মানেই অগ্নি-ঝরা আবেগ। ফরম্যাট বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু এই দ্বৈরথের উত্তাপ কখনও কমে না। কেউ বলে, দুই দেশের ম্যাচ আসলে খেলার চেয়েও বেশি কিছু; স্মৃতি, প্রতিশোধ, আত্মমর্যাদা আর এক চিমটি রাজনীতির মিশ্রণে তৈরি এক অদ্ভুত আবহ। এবার সেই আবহ ফের নামছে দুবাইয়ের মাটিতে, এশিয়া কাপের রঙিন আসরে। নতুন রূপে দুই দল:এই ম্যাচে নেই অনেক পরিচিত মুখ। কোহলি–বাবর, রোহিত–রিজওয়ানের মতো মহাতারকারা এবার সরে গেছেন আড়ালে। জায়গা করে নিয়েছেন একঝাঁক তরুণ। ভারত প্রথম ম্যাচেই আমিরশাহিকে উড়িয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল। শুভমন গিল আর অভিষেক শর্মার ব্যাট থেকে এসেছে ঝড়ো সূচনা। মাঝের সারির পরীক্ষা বাকি থাকলেও স্পিন-নির্ভর বোলিং আক্রমণই তাদের সবচেয়ে বড় শক্তি।আরো পড়ুন:টিকিট বিক্রিতে ধোঁয়াশা, ভক্তদের উত্তেজনা তুঙ্গেভারত-পাকিস্তান মুখোমুখি: টি-টোয়েন্টিতে কারা এগিয়ে? অন্যদিকে পাকিস্তানও সাজিয়েছে নতুন চেহারার দল। প্রথম...