হামাসের হাতে এখনও যেসব ইসরায়েলি জিম্মি রয়েছে, তাদের প্রত্যাবর্তন এবং শান্তি চুক্তিতে পৌঁছানোর পথে একমাত্র বাধা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জিম্মিদের পরিবার এ অভিযোগ করেছে। তারা আরও বলছে, কাতারে হামলা জিম্মিদেরকে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একমাত্র বাধা। রোববার ১৪ সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলো বলেছে, জিম্মিদের প্রত্যাবর্তন এবং শান্তি চুক্তিতে পৌঁছানোর পথে একমাত্র বাধা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের জ্যেষ্ঠ হামাস নেতাদের উপর হামলার পর হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম: ব্রিং দেম নাউ সোশ্যাল মিডিয়ায় লিখেছে, গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলা প্রমাণ করে, যতবারই কোনও চুক্তির কাছে পৌঁছায়, নেতানিয়াহু তা নষ্ট করে। হামাস জানিয়েছে, কাতারে ইসরায়েলি ওই হামলায় তাদের পাঁচ সদস্য...