মৌলভীবাজার: তিন জেলার মোহনা শেরপুরের কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করেন নদী পাড়ে। তাদের মুর্হুমূহ করতালিতে মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) শুক্রবার সদর উপজেলার কুশিয়ারা নদীর আলীপুর এলাকা থেকে শেরপর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দূরত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ হবিগঞ্জ থেকে ১৩টি নৌকা অংশ নেয়।বাইচে অশং নেয়া প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর মাঝি-মাল্লার দৃষ্টি নন্দন পোশাক ছিল আলাদা। চেনা সুরের গানের তালে মাঝি-মাল্লার চলে বৈঠার স্পন্দন।হামরকোনা নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি মো. কর্নেল আহমদ জানান, মৌলভীবাজার জেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নৌকা অংশ নেয়। বাইচে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত...