লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন- ডাকসু ও জাকসু নির্বাচনে বিএনপি প্যানেলের পরাজয়ের সঙ্গে আগামীর সংসদ নির্বাচনের তুলনা করা ঠিক হবে না। কারণ ছাত্র সংসদ রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের পরাজয় নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থকরা শিবির প্যানেলকে ভোট দিয়ে জিতিয়েছে, আবার কেউবা বলছেন বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতে ষড়যন্ত্র চলছে। আর আমি বলবো, এসব কিছুই না। মূলত ছাত্ররা বরাবরই ক্ষমতার বিপক্ষে অবস্থান নেয়। স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর দেশের জনমনে একটা বিষয় স্পষ্ট...