চেলসির জার্সিতে প্রথম ম্যাচেই সমালোচনার মুখে পড়লেন আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া করে ব্লুজরা। আর সেই সমালোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া এই তারকা। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে আসা গারনাচোকে শুরুতে একাদশে রাখেননি চেলসি কোচ এনজো মোরেস্কা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও তাঁর অভিষেকটা হয়ে যায় তিক্ততায় ভরা। কোল পামারের গোলে সমতায় ফেরার পর গারনাচোরও অবদান ছিল চেলসির দ্বিতীয় গোলে। ৮৫ মিনিটে তাঁর অংশগ্রহণে মোজেস কাইসেডো দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। তবে যোগ করা সময়ে ব্রেন্টফোর্ড সমতা ফেরালে চেলসিকে জয়বঞ্চিত হতে হয়। দীর্ঘ থ্রো-ইন থেকে বল পেয়ে কেভিন শ্যাডের সহায়তায় ফ্যাবিও কারভালহো গোল করেন। আর তাঁকে ঠিকঠাক মার্ক করতে না...