দুই বছর পর প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। আর তার সেই ব্যর্থতাকে পুঁজি করে দুর্দান্ত ফর্মে থাকা শার্লট এফসির কাছে ৩-০ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করল ইন্টার মায়ামি। শনিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করেন শার্লটের ইদান টোকলোমাতি। ম্যাচের ৩২ মিনিটে মেসিকে শার্লট ডিফেন্ডার জিবরিল দিয়ানি মারাত্মক ফাউল করায় ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আত্মবিশ্বাসে ভরপুর মেসি পানেনকা শটে গোল করার চেষ্টা করলেও শার্লট গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা বল ঠেকিয়ে দেন। ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে মেসির শেষ পেনাল্টি মিস হয়েছিল। এরপর ইন্টার মায়ামির হয়ে নেওয়া তিনটি পেনাল্টিতেই তিনি সফল হয়েছিলেন। মেসির পেনাল্টি মিসের পর পরই ম্যাচের রঙ বদলে যায়। পাল্টা আক্রমণে শার্লটের কেরউইন ভার্গাসের পাস থেকে গোল করেন ইদান টোকলোমাতি। বিরতির পর ৪৭ মিনিটে কাছ...