যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার ওপর তিনি কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তবে শর্ত হলেঅ- সব ন্যাটো মিত্র দেশকে একযোগে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে এবং নিজেদের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এ ঘোষণা দেন, যেটিকে তিনি ন্যাটো ভুক্ত সব দেশ ও বিশ্বের উদ্দেশ্যে লেখা চিঠি হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প লিখেছেন, ‘আমি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে তখনই যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই পদক্ষেপ নেবে। সেই সঙ্গে সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।’ ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, ন্যাটো সম্মিলিতভাবে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করুক, যাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের অর্থনৈতিক প্রভাব দুর্বল হয়। তিনি আরও লিখেছেন,...