ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১৪ সেপ্টেম্বর) আবারও রেল ও সড়কপথ অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার সকাল থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলার সঙ্গে ভাঙ্গা হয়ে চলাচলকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া, সদরদী কৈডুবি রেলক্রসিং এলাকায়ও বিক্ষোভকারীরা বেনাপোল-ঢাকা রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা জানিয়েছে, আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে না ফেরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তারা আরও জানান, এর আগেও গত সপ্তাহে টানা তিনদিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করা...