আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবান (টিটিপি) গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। তালেবান সদস্যদের ক্রমাগত হামলার মধ্যে দেশটির বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর অভিযানকালে এই সংঘর্ষ ঘটে। তিনটি পৃথক অভিযানে কমপক্ষে ১৯ পাকিস্তানি সেনা ও ৩৫ তালেবান সদস্য নিহত হয়েছে। আল জাজিরায় শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবানদের তিনটি অবস্থানের লক্ষ্যবস্তুতে অভিযান চালায় সরকারি বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে ভারী গোলাবিনিময় ও সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানায়, উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় ২২ জন তালেবান সদস্য নিহত হন। একই দিন দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আরও একটি অভিযানে ১৩ জন তালেবান সদস্য মারা যান। সেনাবাহিনীর বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,...