পুলিশের তথ্য মতে, অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে সহিংস পরিবেশ তৈরি করার চেষ্টা করে। কেউ কেউ পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কে। সমাবেশস্থল ও এর আশপাশে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ‘ইউনাইট দ্য কিংডম’ নামে এই মিছিলে অংশ নেয় প্রায় এক লাখ ১০ হাজার মানুষ। মিছিলে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা তুলে ধরে। আয়োজক টমি রবিনসন...