ইন্টার মায়ামি পুরো মৌসুম অপেক্ষা করেছিল এমএলএসে প্রথম পেনাল্টি কিকের জন্য। অবশেষে সেই সুযোগ এলো স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে। কিন্তু হায়, ভাগ্য যেন ছলনা করল। সেরা তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করতেই উল্টে গেল পুরো ম্যাচের গল্প। নর্থ ক্যারোলাইনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে লিগের দুর্দান্ত ফর্মে থাকা শার্লট এফসির কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হলো মায়ামি। এ হারের পর ৪৬ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে মায়ামি নেমে গেল সপ্তম স্থানে। তাদের হাতে অবশ্য এখনও তিনটি ম্যাচ বেশি আছে। অন্যদিকে, ড্রেক ক্যালেন্ডারকে দলে ভেড়ানো শার্লট টানা নবম জয় তুলে নিয়ে আরও জমজমাট করল নিজেদের মৌসুম।আরো পড়ুন:মেসির আর্জেন্টিনার অক্টোবরের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্তমেসির জোড়া গোলে আর্জেন্টিনার দাপুটে জয় মেসির আর্জেন্টিনার অক্টোবরের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত ৩২ মিনিটে ম্যাচের মোড় ঘোরাতে পারতেন...