এশিয়া কাপে প্রথম ম্যাচ জিতলেও রান রেটের দিকে ছিল না নজর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হেরে এখন সামনের পথটা আরও কঠিন করে ফেলেছে বাংলাদেশ। সমীকরণ এখন এমন দাঁড়িয়েছে, শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই যদি আফগানিস্তানকে হারায় এবং নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা হংকংয়ের বিপক্ষে জেতে, তাহলেই সুপার ফোরের টিকিট কাটবে টাইগাররা। বাংলাদেশ যদিও গ্রুপ পর্ব পার হওয়ার আশা ছাড়ছে না। দলের প্রতিনিধি হয়ে আসা জাকের আলী ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আশা ছাড়ার কোনও প্রশ্নই আসে না। আমরা জেতার জন্যই খেলবো। এ ম্যাচেও জেতার মানসিকতা নিয়ে নামলেও হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবো। আর কোনও উপায় নেই।’ এসময় নিজেদের লক্ষ্যের কথা আবারও জোর দিয়ে জানান জাকের, ‘আমরা শুধু ম্যাচ খেলার জন্য নয়, চ্যাম্পিয়ন হতে এসেছি। একটি ম্যাচ হেরে যাওয়া...