গাজীপুরের কালিয়াকৈরে শনিবার বিকেলে একটি মার্কেটে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ওই মার্কেটের ১৪টি কক্ষ। এদিকে অগ্নিকান্ডের ঘটনাস্থলে দেরিতে যাওয়ার অভিযোগে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা করেছে ক্ষুব্দ এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনীর সদস্যরা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় শনিবার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে ইয়াকুব আলী নামে এক ব্যক্তির একটি মার্কেটের এক দোকানে হঠাৎ আগুন জ¦লে উঠে। মুহুর্তের মধ্যে আগুন পাশের আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই মার্কেটের ১১টি দোকান ও...