তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ছাত্রলীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে সংগঠনটির কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যেই তারা সমবেত হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি সাদা মাইক্রোবাসসহ চালক আবু মুসা ও তার সহকারী সাকিব আলমকে আটক করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, মিছিলকারীদের চকরিয়া থেকে চট্টগ্রামে আনা...