শ্রীলঙ্কার কাছে হারের পর সুপার ফোরে খেলা নিয়েই প্রশ্ন উঠে গেছে বাংলাদেশের। লিটন দাসের সামনে এখন অনেক যদি কিন্তুর সন্নিবেশ, শেষ চারে যেতে হলে মেলাতে হবে অনেক সমীকরণ। তবে এমন পরিস্থিতিতে এসেও আশা হারায়নি দল। জাকের আলী মনে করিয়ে দিলেন, বাংলাদেশ এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই পা রেখেছে। লঙ্কানদের কাছে ৩২ বল হাতে রেখে হেরে বসায় বাংলাদেশের নেট রান রেটে ধস নেমেছে। নেট রান রেটে ‘বি’ গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে আফগানরাই, ৪.৭০০ তাদের নেট রান রেট। ওদিকে বাংলাদেশের নেট রান রেট গত ম্যাচে বড় হারের পর দাঁড়িয়েছে ঋণাত্মক অবস্থানে, -০.৬৫০ লিটন দাসদের নেট রান রেট। শ্রীলঙ্কার নেট রান রেট ২.৫৯৫। বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও তাই আশাটা খুবই কম, যদি না শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়। আর এই বিষয়টা...