নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পরাজয় এবং ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের বিজয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নির্বাচনের পর পরই ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীরা ফলাফল বিশ্লেষণ করছেন এবং ভিন্ন ভিন্ন কারণে উভয় পক্ষের অবস্থান মূল্যায়ন করছেন। অনেক শিক্ষার্থী মনে করেন, ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তারা শিক্ষার্থীদের প্রকৃত চাহিদা বোঝেনি এবং শুধু সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এক শিক্ষার্থী বলেন,“আমি নিজেও ছাত্রদলের কর্মী, কিন্তু মানতে হচ্ছে—আমাদের অনেক ভুল ছিল। আমরা মাঠে ছিলাম না, কথা বলিনি, শুধু পোস্টার আর বক্তৃতা দিয়েছি।” আরেকজন শিক্ষার্থী উল্লেখ করেন,“৫ আগস্টের পর থেকে প্রার্থীদের মনোনয়ন ঠিক করলেও ছাত্রদলের প্রচারণা কার্যকর ছিল না। পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়ন ছিল দুর্বল।” অন্যদিকে, ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত প্যানেল শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে—এমনটাই মত বেশিরভাগ শিক্ষার্থীর।তারা...