জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেট ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা দেখেছি দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়তে যা যা প্রয়োজন, আমরা তাই করব।”গণমাধ্যমে সাক্ষাৎকারের শুরুতে তিনি বলেন, “আমাদের যৌক্তিক চাওয়া এবং অধিকার ছিল, যা থেকে আমরা বঞ্চিত ছিলাম। ৫ আগস্টের পর আমরা রাজপথে নেমেছিলাম সেই অধিকার ফিরে পেতে। আজ অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীরা ৩৩ বছর পর তাদের সেই অধিকার ফিরে পেয়েছে।”জিতু আরও বলেন, “জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। ২০১৩ সালে একবার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন...