আফগান সীমান্তের কাছে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১৯ সেনা সদস্য নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সেনাদের অভিযানের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। এ অভিযানে ৩৫ জন পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যও নিহত হয়েছেন। খবর আলজাজিরার। পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বাজাউর জেলায় একটি অভিযানে ২২ জন তালেবান সদস্য নিহত হন। একই দিনে দক্ষিণ ওয়াজিরিস্তানে পৃথক অভিযানে আরও ১৩ জন নিহত হন। এসব অভিযানে তীব্র বন্দুকযুদ্ধে ১২ জন সেনা সদস্য শহীদ হন। এছাড়া লোয়ার দির এলাকায় একটি জঙ্গি আস্তানায় সেনারা অভিযানে গেলে গোলাগুলিতে আরও ৭ সেনা ও ১০ বিদ্রোহী যোদ্ধা নিহত হন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে অবস্থান নিয়েও টিটিপি পাকিস্তানে হামলা চালায়...