ইসলাম এমন এক জীবনবিধান যা সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। অন্য ধর্মাবলম্বীদের ভিন্ন অনুভূতি ও বিশ্বাসকে ইসলাম সম্মান দেয়।ধর্মীয় ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনোরকম হস্তক্ষেপের বিরুদ্ধে ইসলাম। ইসলাম অন্য ধর্মের অনুসারীদের সম্পর্কে সহিষ্ণুতার শিক্ষা দিয়েছে। রসুল (সা.) দুনিয়ায় এসেছিলেন মানবজাতির মুক্তির দূত হিসেবে। তিনি বিশেষ কোনো সম্প্রদায় কিংবা জাতি-গোষ্ঠীর নবী ছিলেন না। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো মানবতার মুক্তির দিশারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখিত মদিনার প্রথম সনদ। অনেকের মতে এটি হলো বিশ্বের কোনো দেশের প্রথম লিখিত সংবিধান। সহাবস্থান ও শান্তির এ চুক্তি সম্পাদিত হয়েছিল মুসলমান, ইহুদি ও মূর্তিপূজারিদের মধ্যে। মদিনা সনদে লেখা ছিল প্রত্যেকেই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। অমুসলিমদের নিরাপত্তার ব্যাপারে রসুল (সা.) দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, মুসলিম রাষ্ট্রের কোনো...