ঢাকা: দুর্নীতিবিরোধী বিক্ষোভ ও সহিংসতার মধ্যে নেপালে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে। চলমান পরিস্থিতিতে ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছে তারা। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।সংবাদমাধ্যমে বলা হয়, প্রেসিডেন্ট পাউডেল সম্প্রতি দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো একজোট হয়ে সংসদ পুনর্বহারের দাবি তুলেছে।শনিবার দেয়া এক যৌথ বিবৃতিতে নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ আটটি দল অভিযোগ করেছে, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক। এর আগে গত শুক্রবার নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। মূলত এটি ছিল বিক্ষোভকারীদেরও প্রধান দাবি।এর আগে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দাঙ্গা...