পার্বত্য জেলা রাঙামাটি মূলত সবুজ অরণ্য ঘেরা পার্বত্য জনপদ। এ জনপদের জীবনযাত্রা, বিভিন্ন জাতিসত্ত্বার বসবাস ও সম্পর্কে যেমন বৈচিত্র রয়েছে তেমনি পাহাড়ের ভাঁজে ভাঁজে কিংবা কাপ্তাই হ্রদের তলদেশে নানা বৈচিত্রময় ইতিহাস লুকায়িত রয়েছে। পুরাতন এ জনপদ (কাপ্তাই হ্রদের তলদেশে ডুবে থাকা জনপদ) এক সময় চাকমা জাতির রাজারা রাজ্য শাসন করেছিল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠায় রাজ শাসন বিলুপ্তি ঘটে। তবে রাজাদের ইতিহাস এখনো বিলুপ্তি ঘটেনি। জনমানুষের মুখে মুখে এ ইতিহাসের কথা এখনো চলমান রয়েছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় দেশের সমতলে রাজাদের রাজ্য শাসন বিলুপ্তি ঘটলেও পার্বত্য এ জনপদে রাজার দাপট কমেনি। তবে ক্ষমতা খর্ব করা হয়েছে। এখানকার ভূমির খাজনার একটি অংশ পেয়ে থাকেন চাকমা সার্কেল চিফ। পাশাপাশি স্থানীয়দের স্থায়ী বাসিন্দার সনদও প্রদান করে থাকে রাজা। আজকের এ কাপ্তাই হ্রদ সৃষ্টির ইতিহাস...