বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ডাকসু নির্বাচনে প্রতিটি হলে কত টাকা করে দেওয়া হয়েছে, কীভাবে প্রতারিত এবং প্রভাবিত করা হয়েছে সেটা সবাই জানে; জানেনা শুধু বিএনপি। গতকাল এক টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, এটা শুধু বিএনপি জানে না, বাকি সবাই জানে। যেই বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না, মেয়র ইলেকশন চাই না, উপজেলা নির্বাচন চাই না, শুধু পার্লামেন্ট ইলেকশন চাই; সেই দল কেন ডাকসু নির্বাচনে রাজি হল? তাহলে বুঝতে হবে, আইকিউতে একটু ত্রুটি আছে। বিএনপি কেন ইলেকশনে যাবে, যেই ছকটা জামাত এবং শিবির দীর্ঘদিন যাবত অর্থবিত্ত দিয়ে অন্ধকারের মধ্যে সাজিয়েছে। আগামীকাল হয়তো তার বিরুদ্ধে মিছিল হবে এমন আশঙ্কা প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, আমি আজকে বলতে চাই বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামাত...