নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মক্কার পবিত্র কাবা শরিফে দেখা গেছে এক বিরল ও হৃদয় ছুঁয়ে যাওয়া মহাজাগতিক দৃশ্য। শুক্রবার ফজরের সময়, আকাশে উদিত গিব্বাস চাঁদটি সরাসরি কাবা ঘরের ঠিক ওপরে অবস্থান নেয়। মুহূর্তটি ছিল এমন যে, যেন চাঁদ নেমে এসেছে কাবার মাথার ওপর—আল্লাহর ঘরের ওপর আকাশের সবচেয়ে রহস্যময় সৃষ্টি। দৃশ্যটি প্রত্যক্ষ করে আবেগে কেঁদে ফেলেন অনেক মুসল্লি। আল-কুরআনের সূরা আল-কামার-এর প্রথম আয়াতে বলা হয়েছে:"কিয়ামত ঘনিয়ে এসেছে, আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে।" এই আয়াত বহু বছর ধরেই মুসলিমদের মধ্যে কিয়ামতের আলামত নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। চাঁদকে ধরা হয় আল্লাহর কুদরতের প্রতীক হিসেবে; আর কাবা শরিফ—ইব্রাহিম (আঃ) ও ইসমাইল (আঃ)-এর হাতে নির্মিত প্রথম ইবাদতের ঘর—মানবজাতির হেদায়েতের চিরন্তন প্রতীক। প্রকৃতির এই দৃশ্য যেন মুমিনদের ঈমানকে নতুনভাবে জাগিয়ে তোলে। জুমার দিনের সকাল, কাবা ঘরের পবিত্রতা, আর ঠিক...