বলিউডে পা দেওয়ার পর থেকেই রণবীর কাপুর শুধু অভিনয় নয়, ব্যক্তিজীবন নিয়েও থেকেছেন চর্চার কেন্দ্রে। সঞ্জয় লীলা বানসালির সাঁওয়ারিয়া দিয়ে বি-টাউনে যাত্রা শুরু করেই পেয়েছিলেন নতুন প্রজন্মের হার্টথ্রবের তকমা। তবে তার সঙ্গে জুড়ে যায় ‘প্লেবয়’ ট্যাগও। একের পর এক সম্পর্ক, গসিপ আর রোম্যান্টিক লিঙ্কআপে নাম ওঠায় সেসময় শিরোনামে থাকতেন এ অভিনেতা। তবে এ বিষয়ে ভিন্ন কথা জানালেন রণবীরের মা নীতু কাপুর।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, প্রথমে সোনম কাপুর, তারপর দীপিকা পাড়ুকোন, ক্য়াটরিনা কাইফ, নার্গিস ফাকরি এবং শেষমেশ আলিয়ায় প্রেমের তরী ঠেকল রণবীরের। এখন কন্যাসন্তান নিয়ে সুখের সংসার করছে এ অভিনেতা। তবে রণবীরের এই লম্বা প্রেমিকার কথা অস্বীকার করেন তার মা নীতু কাপুর।নীতু কাপুর বলেন, ‘রণবীরের ছিল একটাই গার্লফ্রেন্ড, তার নাম দীপিকা পাড়ুকোন’। নীতুর একথা গুঞ্জন নয়। বরং এক সাক্ষাৎকারে নীতু জানিয়ে...