নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম ফাহিম। মাজহারুলের নাম প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের জুলাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। ওই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে, তার অবস্থান জানতে চেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয় তার ছোট ভাই, তখনকার ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। তিন দিন পর ডিবি কার্যালয়ে নেওয়া হয় ফাইয়াজকে। পরে আদালতে সোপর্দ করা হয়। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা, দুই হাত মোটা সাদা রশি দিয়ে বাঁধা এবং হাতে একটি কাপড়ের ব্যাগ নিয়ে আদালতে হাজির হওয়ার সেই ছবি দেশজুড়ে আলোড়ন তোলে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া আসে। সেসময় কিশোর বয়সী ফাইয়াজ ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিতি পান। মাজহারুল ও ফাইয়াজ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার...