দুই ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস এবং ইন্টার মিলান। শিরোপার অন্যতম দাবিদার দুই ক্লাব। এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই অন্যকিছু। অনেকেই এই ম্যাচকে অভিহিত করেন ইতালিয়ান ক্ল্যাসিকো হিসেবে। যদিও দুই মিলানের লড়াইকেও (ইন্টার মিলান ও এসি মিলান) ক্ল্যাসিকো হিসেবে ধরা হয়। ডার্বি ডি ইতালিয়াও বলা হয়ে থাকে একে। শনিবার রাতেই জুভেন্টাসের মাঠে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। ইতালিয়ান সিরি আ‘র অন্যতম আকর্ষনীয় এই ম্যাচে দারুণ নাটকীয়তা ছড়াল। ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই ভাই— মার্কাস থুরাম এবং কেফ্রেন থুরাম। দু‘দলের হয়ে দু‘জনই গোল করলেন। তবে ৭ গোলের এই থ্রিলার ম্যাচে শেষ হাসি হেসেছে কেফ্রেনের জুভেন্টাস, ম্যাচ শেষে স্কোরলাইন ৪-৩। ৭৬তম মিনিটে মার্কাস থুরাম গোল করে ইন্টারকে ৩-২ তে এগিয়ে দিলেও উদযাপন করেননি; কিন্তু ৮২তম মিনিটে ছোট ভাই কেফ্রেন...