নেপালের রাজনৈতিক সংকটের অবসান ঘটিয়ে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নিয়েছেন নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল তাকে এ দায়িত্বে শপথ পড়ান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের শীর্ষ কর্মকর্তা ও কূটনীতিকরা। কার্কিই হচ্ছেন নেপালের ইতিহাসে প্রথম নারী যিনি প্রধানমন্ত্রী ও নির্বাহী প্রধানের দায়িত্ব পেলেন। জেন-জি বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর এ পদটি শূন্য ছিল। তবে এই সংকট কাটাতে অভূতপূর্ব ভূমিকা রেখেছে অনলাইন চ্যাট প্ল্যাটফর্ম ‘ডিসকর্ড’। শুধু আন্দোলন পরিচালনাই নয়, এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই অন্তর্বর্তী সরকারপ্রধান কে হবেন, তা নির্ধারণে ভোটাভুটিও করা হয়। এ বছরের শুরুতে নেপাল সরকার নতুন একটি আইন প্রণয়ন করে। এ আইন অনুযায়ী, ফেসবুক, গুগল, টিকটকসহ সব...