দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। রাজধানীর আকাশ আজ রোববার সকাল থেকেই মেঘলা। শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী শুধু নয়, দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি থাকতে পারে দিনভর। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। সকাল থেকেই চারদিক অন্ধকার করে মেঘ জমে আছে আকাশে। আটটার দিকে বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়েছে। তবে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে ব্যাপকভাবে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল রাত থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। সিলেট ও শ্রীমঙ্গলে বৃষ্টির পরিমাণ যথাক্রমে ৪৮ ও ৪৭ মিলিমিটার। পার্বত্য জেলা রাঙামাটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। বৃষ্টি কিন্তু ঝরছে...