রাজধানীতে বেশ সক্রিয় হয়ে উঠেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে মিছিল করে দলটি। এর পরদিন আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে মিছিল করেছে আওয়ামী লীগ। একই দিন সন্ধ্যায় ধানমন্ডিতে বড় আকারের বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। জানা গেছে, রাজধানীর ধানমন্ডিতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। শনিবার রাত ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে থেকে ৩২ নম্বর সড়কের দিকে মিছিল হয়েছে। এ ঘটনায় পরে দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। মিছিলে অংশ নেওয়া এক যুবলীগ নেতা বলেন, “সরকারের দমন-পীড়ন, নিরীহ নেতাকর্মীদের ধরপাকড় এবং শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি। নেতাকর্মীদের মিথ্যা মামলা...