নিজস্ব প্রতিবেদক: ডাকসু (DUCSU) নির্বাচনে বিজয়ের পর সাদিক কায়েমের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁকে একজন মধ্যবয়স্ক নারীর সঙ্গে দেখা যায়, যা ঘিরে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়। অনেকে সেটিকে নেতিবাচকভাবে প্রচার করার চেষ্টা করেন। তবে একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশিত হওয়ার পর ওই নারী সম্পর্কে প্রকৃত তথ্য সামনে আসে। অনুসন্ধানে জানা যায়, ওই নারী সাংবাদিক জিনাত তাসরিন—আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইরের এক প্রতিবেদনে যাঁকে 'কনফিডেন্ট' বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি নিরাপত্তা, পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাইরের প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনের সময় ছাত্রনেতাদের নিরাপদ আশ্রয়, যোগাযোগ, কর্মসূচি নির্ধারণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে সরাসরি যুক্ত ছিলেন জিনাত তাসরিন। তিনি ওহিদ আলমের সঙ্গে...