অতিথি পাখি মারলে বিচার হতো, কিন্তু শিবির মারলে হতো না- এমন এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানিয়ে গতকাল শনিবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অতিথি পাখি মারলে বিচার হতো, কিন্তু শিবির মারলে হতো না- এমন এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে, নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সংগ্রামের ফসল এই নির্বাচন। আর সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন- আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ।’ এস এম ফরহাদ বলেন, ‘জাকসুতে ছাত্রশিবিরের প্যানেল অধিকাংশ পদে জয় পেয়েছে। এটা প্রমাণ করে, তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পেরেছে। একইসাথে ভিপি, সমাজসেবা সম্পাদকসহ আরও...