ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই প্রাণহানি ঘটছে। গত ২৪ ঘণ্টায় শুধু ক্ষুধায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।আরো পড়ুন:জিতলে নিউ ইয়র্ক শহরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করব: মামদানিইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ৫০ ফিলিস্তিনি জিতলে নিউ ইয়র্ক শহরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করব: মামদানি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে এবং আরো ২০৫ জন আহত হয়েছেন। এর ফলে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ৬৪ হাজার ৮০৩ জনে পৌঁছেছে। একইসঙ্গে অবরুদ্ধ নগরীতে আহতের সংখ্যা এখন ১ লাখ ৬৪ হাজার ২৬৪ জনে...