জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ফাহিম। জুলাই আন্দোলনের তার অবদান ছিল ব্যাপক। আন্দোলনের সময় মাজহারুলের অবস্থান শনাক্ত করতেই তার ছোট ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।ফাইয়াজকে আটকের তিন দিন পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে আদালতে সোপর্দ করা হয়। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা, দুই হাত মোটা সাদা রশি দিয়ে বাঁধা, হাতে একটি কাপড়ের ব্যাগ। প্রিজনভ্যান থেকে নামিয়ে তাকে নেওয়া হচ্ছিল আদালতে। জুলাই আন্দোলনের সময় এমন একটি ছবির দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এ ঘটনায় জাতিসংঘও বিবৃতি দিয়েছিল। এরপর সারা দেশে আলোচিত হয়ে ওঠেন ফাইয়াজ।জুলাই আন্দোলন চলাকালে ফাইয়াজ ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফাইয়াজরা তিন ভাই। তার...