ম্যাচের মোড় ঘুরে গেল এক মুহূর্তেই। পেনাল্টি থেকে সুযোগ পেয়েছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি, তবে তার ‘চিপ শট’ মায়ামিকে লিড এনে দিতে ব্যর্থ হয়। আর এর পরপরই গোলের দেখা পেয়ে যায় শার্লট এফসি। সেখান থেকেই আর ম্যাচে ফিরতে পারেনি ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হারে মাঠ ছাড়তে হয় হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।শনিবার এমএলএসের ম্যাচডে ২৮-এ ৩০ মিনিটের মাথায় ভিএআরের সাহায্যে শার্লটের বিরুদ্ধে পেনাল্টি পান মেসি। নিজেই স্পট কিক নেন আর্জেন্টাইন তারকা। এবার ভিন্ন কিছু করতে চেয়ে ‘চিপ’ মারতে গেলেন তিনি। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা দাঁড়িয়ে থেকেই সহজে ঠেকিয়ে দেন শটটি। মেসির ব্যর্থতার শাস্তি দিতে সময় নষ্ট করেনি শার্লট। কয়েক সেকেন্ড পরই করউইন ভার্গাসের পাস থেকে গোল করেন ইদান টোকলোমাটি।দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ...