১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম রাশিয়ার ওপর আরও বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শর্ত রেখেছেন—ন্যাটো দেশগুলোকে আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। এই অবস্থান জানাতে গিয়ে ট্রাম্প আরও বলেন, চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানো উচিত। রোববার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ন্যাটো দেশগুলো যদি একমত হয়ে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, তবে তিনি “মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা” আরোপ করবেন। মূলত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর নতুন চাপ সৃষ্টি করতেই এই প্রস্তাব এসেছে। ট্রাম্প অতীতে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ...