১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম এবার বলিউড তারকাদের বাড়তি ব্যয়ের সমালোচনা করেছেন আমির খান। এর আগে এ নিয়ে পরিচালক অনুরাগ কশ্যপ, ফারাহ খান, অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীসহ অনেকে সমালোচনা করেছেন। তাদের দাবি, তারকাদের বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটাতে হয় সিনেমার প্রযোজকদের। বেশির ভাগ তারকা শুটিং সেটে চার-পাঁচটি করে ভ্যানিটি ভ্যান নিয়ে যান, কোনোটিতে মেকআপ নেন, কোনোটিতে রান্না হয়, কোনোটিতে জিম কিংবা মিটিং। এসব ভ্যানের খরচ যায় সিনেমার বাজেট থেকে। এ ছাড়া তারকাদের ড্রাইভার কিংবা সহকারীদের টাকাও দিতে হয় প্রযোজককে। এছাড়া তাদের নানা টালবাহানা লেগেই থাকে। বেশির ভাগ তারকা শুটিং সেটে আসেন ১০-১২ জন সহকারী নিয়ে। এতে একদিকে যেমন সিনেমার খরচ বেড়ে যায়, প্রযোজকেরাও পড়েন ক্ষতির মুখে। বিষয়টি নিয়ে এবার কথা বলেন আমির খান। তিনি বলেন,...