১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনার পর মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কাতার সরকার। দোহায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর, যেখানে ইসরায়েলের আগ্রাসন, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে জানান, দোহায় অনুষ্ঠেয় এই সম্মেলন হবে আরব ও ইসলামিক দেশগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত একটি জরুরি শীর্ষ বৈঠক। তিনি বলেন, সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হচ্ছে, যা সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থাপন করা হবে। এই প্রস্তাবের মাধ্যমে কাতারের প্রতি মুসলিম বিশ্বের সংহতি প্রকাশ এবং ইসরায়েলি সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ অবস্থান...