গাজা শহর দখলের উদ্দেশ্যে তেল আবিব যেভাবে আক্রমণ চালিয়ে অগ্রসর হচ্ছে, তার মধ্যে কেবল শনিবারই ছয় হাজারের বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংকটের এ দশা জানিয়ে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেছেন, “আজ তাদের বাড়িঘর লক্ষ্যবস্তু হওয়ায় ৬,০০০-এর বেশি বেসামরিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।” তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু লিখেছে, শনিবার ভোর থেকে গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বোমাবর্ষণ বাড়িয়ে দেয়; যার লক্ষ্য ছিল বাড়িঘর, আবাসিক ভবন এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) অধীন তিনটি স্কুল। বাসাল বলেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যার ফলে ডজনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। “গাজা শহরের বাসিন্দারা এখন অবরোধ ও লাগাতার বোমাবর্ষণের মধ্যে অত্যন্ত কঠিন অবস্থায় জীবনযাপন করছেন।” মুখপাত্র সতর্ক করে বলেন, “ইসরায়েলি বর্তমান নীতির ফলে এক মিলিয়নেরও বেশি...