ইছাখালী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, ‘জীবিকার তাগিদে এক বছর আগে মালয়েশিয়া যায় কাকন। অনেক পরিশ্রমী ছেলে সে। শুক্রবার কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিছুতেই তাকে ভুলতে পারছি না।’ এদিকে, ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ তার বাবা-মা। এখন শুধু শেষবারের মতো ছেলের মরদেহ দেখার অপেক্ষায় তারা। মালয়েশিয়া থেকে মরদেহ দেশে আনতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)...