লন্ডনে কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” সমাবেশে ১ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোড়া বোতল, ঘুষি ও লাথিতে ২৬ পুলিশ কর্মকর্তা আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কারও দাঁত ভেঙে যায়, কারও মস্তিষ্কে আঘাত লেগেছে, একজনের নাক ভেঙে গেছে এবং একজনের মেরুদণ্ডে আঘাত লেগেছে। পুলিশ জানায়, সহিংস আচরণ, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে ঘটনাস্থল থেকে কমপক্ষে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডনের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন, অনেকেই আইনগত অধিকার অনুযায়ী বিক্ষোভে অংশ নিয়েছে, তবে ইচ্ছাকৃতভাবে...