মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে ন্যাটোভুক্ত দেশগুলোকে আগে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ন্যাটো দেশগুলো একই পদক্ষেপ নিতে রাজি হলে এবং তেল কেনা বন্ধ করলে তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন। আগেও মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। কিন্তু রাশিয়া সময়সীমা ও সতর্কবার্তা উপেক্ষা করলেও এখনো কোনো বাস্তব পদক্ষেপ নেননি তিনি। আরো পড়ুন :পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয়, সহযোগিতা চায় রাশিয়া রাশিয়ার তেল কেনাকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে ন্যাটো দেশগুলোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরামর্শ দেন। তার দাবি, এতে রাশিয়ার ওপর চীনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। ন্যাটোর উদ্দেশে লেখা এক...