১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উসকানি দিতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল শনিবার, দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে দিনাজপুর- ৬ নির্বাচনী এলাকার আসন্ন ত্রয়োদর সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, আগামীর বাংলাদেশ, নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ। আইনশৃঙ্খলার উন্নতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে...