১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম গত বুধবার (১০ সেপ্টেম্বর) অ্যাপল তাদের নতুন পণ্য লঞ্চ ইভেন্টে এমন একটি ঘটনা ঘটাল যা প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে মঞ্চে এসে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী আইফোন এয়ার লঞ্চ করেন। এটি কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন। ১০ সেপ্টেম্বর অ্যাপল তাদের নতুন পণ্য লঞ্চ ইভেন্টে আইফোন এয়ারের সঙ্গে পরিচয় করিয়েছে। আবিদুর চৌধুরী ফোনটি ‘বিশ্বাস করার জন্য আপনাকে ধরে রাখতে হবে এমন এক বৈপরীত্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ফোনটি অত্যন্ত কম্প্যাক্ট হলেও প্রো মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য যথেষ্ট শক্তিশালী। লঞ্চের উদ্দেশ্য ছিল প্রযুক্তি ও ডিজাইনে নতুন উদ্ভাবনকে তুলে ধরা এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী উদ্ভাবনী পণ্য উপস্থাপন...