ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী থেকে গরু চুরি করে পালানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের পিকআপভ্যান থেকে চুরি হওয়া চারটি গরু উদ্ধার এবং পিকআপটি জব্দ করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। গ্রেপ্তাররা হলেন—চৌদ্দগ্রামের গাংরা এলাকার জামান হোমেন মানিক (৫০), দক্ষিণ লাটিমির মো.আরিফুল ইসলাম (৩২), মো. ইয়াসিন (৪৬), সোনাগাজীর চরচান্দিয়া এলাকার আব্দুল কাদের (৩৭), চর খোয়াজ গ্রামের মো. হারুন (৩৫) ও ফুলগাজীর শ্রীপুরের মো. সুলতান আহম্মদ (২৬)। র্যাব সূত্র জানায়, ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তিনটি ডাকাতির মামলার আসামি ইয়াছিনসহ ছয়জনকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আসামিরা ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে পিকআপযোগে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা...