অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষায়, গবেষণায় ও অভিযোজ্য প্রযুক্তিতে আরও বিনিয়োগ বাড়াতে হবে; যাতে কৃষির ভবিষ্যৎ সুরক্ষিত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) অনুষ্ঠিত তৃতীয় কৃষি-জৈবপ্রযুক্তি যুব ফোরামের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে এনএসইউ, ওআইসি কমস্টেক ও ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস)। অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ জন্য আমি আমাদের জিনোম বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই। কৃষিতে পুষ্টি, স্থিতিশীলতা ও উৎপাদন বৃদ্ধিতে জীবপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় বৈশ্বিক খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জৈবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের...